1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে নগর মাতৃসদন স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নূন্যতম সংস্কার করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে – দুলু বরগুনা পৌর শহরে ভাড়া বাসা থেকে নারীর লাশ উদ্ধার বেরোবি ক্যারিয়ার নেটওয়ার্কের নতুন নেতৃত্বে রুবায়েদ হাসান ও সজিব গাজী দীঘিনালার নারী চেয়ারম্যান লাকী গ্রেফতার সংগঠন প্রেমী নেতা মো: সেলিম আহমেদকে শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা রাজবাড়ী পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহিত ১জন নাসিরনগরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্টির জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার ভোলায় ৫ চোরাই মোটরসাইকেল সহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

ডোমারে ২ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান

Abrar Alvi
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রায় ২ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২০শে মে) বেলা ১২টায় উপজেলার ডাকবাংলো মাঠে চক্ষু ক্যাম্পের আয়োজন করেন ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান ইউসুফসহ উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর নীলফামারী ও ঢাকার থেকে আগত ডাক্তারগণ।
প্রধান অতিথি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “চোখ একটি অমূল্য অঙ্গ” এই অঞ্চলের কেউ যেন বিনা চিকিৎসায় চোখের কষ্টে না ভোগে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও আমি এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।

এবিষয়ে প্রোগ্রাম ম্যানেজার জামাল আব্দুন নাসের রোমেল জানান, বিভিন্ন দৃষ্টি সমস্যার জন্য ৬ শত জনকে চশমা প্রদান, ৫ শত জনকে মেডিসিন এবং ১ শত জনকে চোখের সানি সার্জারী ফ্রী চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপাতত ডোমার উপজেলায় এরপর ডিমলা উপজেলা সহ মোট ৬টি ক্যাম্প করা হবে। আজ চোখের রোগজনিত বিষয়ে প্রায় ২ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com