চাঁপাইনবাবগঞ্জে ইএফটি র নামে বিলম্ব নয় দ্রুত বেতন ভাতা প্রদান, ঈদ-উল-আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সম্মানজনক বাড়ি ভাড়া, এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জ। ২০ মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল কলেজের অধ্যক্ষ ও নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম ও প্রভাষক মোঃ নুরুল ইসলাম, রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার ও প্রভাষক আমেনা রহমান, সিটি কলেজ চাঁপাইনবাবগঞ্জ এর অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন ,আমনুরা হযরত বুনন্দ শাহ্ কলেজের অধ্যক্ষ মোঃ সারোয়ার আলম, কানসাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ প্রমুখ।