1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট কচুয়ায় ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভালুকায় ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগে পাল্টে গেছে উপজেলার দৃশ্যপট-মুগ্ধ ভালুকাবাসী ময়মনসিংহে ওসি শিবিরুলের অভিযানে ১১০০ লিটার মদ উদ্ধার-গ্রেফতার ১৫ মাদারীপুরের শিবচর সকল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বিক্ষোভ, ২ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ‘জুলাই আন্দোলনের’ আহত ও শহীদ পরিবারের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানে এগিয়ে চলার প্রত্যয় কেন্দুয়া স্কুলের মধ্য একমাত্র প্রতিষ্ঠান শতভাগ পাস কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নেছারাবাদে এসএসসি পরীক্ষায় ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা কালুডাঙ্গা শেখ পাড়া জামে মসজিদ পরিদর্শন শেষে উন্নয়ন কাজের জন্য সাইফুল ইসলামের অনুদান প্রদান নড়াইলে দুই পক্ষের মারামারী, নিহত-১

পদ্মা সেতু দক্ষিণে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, রাজশাহীর আশিকুর গ্রেপ্তার

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকি-টকি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি দাবি করেন, গাড়িতে এক আসামি রয়েছে এবং তিনি র‍্যাবের দায়িত্বে আছেন। তিনি একটি র‍্যাবের পরিচয়পত্রও প্রদর্শন করেন।

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্র যাচাই শুরু করেন। প্রাথমিকভাবে সেটি ভুয়া মনে হওয়ায় পুলিশ তাকে আটক করতে গেলে মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভুয়া র‍্যাব সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান স্বীকার করেন, তিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত হয়েছেন এবং এখন আর কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে ছিলেন জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এক ব্যক্তি ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশের সতর্কতায় তিনি ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com