বরগুনা পৌর শহরের সাবেক পৌর কাউন্সিলর মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে সাহিদা আক্তার রোজি (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।
তবে স্বজনদের অভিযোগ, কেউ তাকে হত্যার পরে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা তার বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান। ভাড়াটিয়া বাসার মালিক ও দারোয়ানের সহায়তায় রোজি বেগমের ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে তার লাশ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতের স্বামী মোস্তফা খান বলেন, ‘কিছুদিন আগে রোজি তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন। তার একটি অংশ ছেলেদেরও দিয়েছিলেন। বাকি টাকা তার কাছে ছিলো। সেই টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন সেই জন্যই শহরে বাসা নিয়ে থাকা শুরু করেন।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’