নড়াইল জেলার কালিয়া থানাধীন বনগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। (২৪ মে) শনিবার মধ্য রাতে অভিযান চালায় সেনাবাহিনী।অভিযানে দুইটি বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় নড়াইল সদর আর্মি ক্যাম্পের একটি টিম এবং কালিয়া থানা পুলিশ। এ সময় খায়রুল মোল্লার বাড়ি থেকে উদ্ধারকৃত বেতের ঢাল ২টি, চায়নিজ কুড়াল ১টি, ফালা ১টি, হকিস্টিক ১টি। রনি ও ইনসান শেখের বাড়ি থেকে উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ৪৪ পিচ ইয়াবা, চাইনিজ কুড়াল ১টি, চাকু ১টি, ফালা ১টি, পেন ক্যামেরা ১টি, ডিজিটাল ক্যামেরা ১টি, গাঁজা মাপার ওয়েট স্কেল ১টি, হকিস্টিক ১টি, ধারালো হাইসা ১টি, ঢাল ২টি। আটককৃত মোঃ রনি শেখ, পিতা মোঃ মোশারফ শেখ, মোঃ ইনসান শেখ, পিতা মোঃ মোশারফ শেখ এবং মোঃ খাইরুল মোল্লা, পিতা মোঃ আবু তালেব মোল্লা। তিনজনকে গ্রেফতার করে পরবর্তীতে কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিন।