দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ (ডেভিলহ্যান্ট) অভিযানে কৃষক লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভুট্টু(৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৪ মে) গভীররাতে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) গ্রামে পুলিশ ডেভিলহ্যান্ট অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আনিছুর রহমান ভূট্টু, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) গ্রামের আব্দুল কাদের এর ছেলে। আনিছুর রহমান ভুট্টু অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন।
তিনি জানা,হাকিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় হাকিমপুর সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা ও আমার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গী ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল থানা এলাকার খট্রামাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া (বিলেরপাড়) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আনিছুর রহমান কে গ্রেফতার করেছে। তাহার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধী বলে জানান তিনি।