চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চূড়ামনি এলাকায় অবস্থিত H.A.B ও M.B.F নামক দুই ইটভাটার ম্যানেজারের বিরুদ্ধে টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল ১১ টায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়ায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অংশ নেন মোবাইল কোর্টের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্বে থাকা কর্মকর্তারা H.A.B ও M.B.F ইটভাটা পরিদর্শন করে টিলা থেকে মাটি কাটার প্রমাণ পেয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর অধীনে প্রতিটি ইটভাটার ম্যানেজারকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ম্যানেজারদের পরিচয়: ১. রাবেত ইকবাল (৩৮), পিতা: আইয়ুব আলী, ২. মানিক দেবনাথ (৩৬), পিতা: নিবারণ দেবনাথ। উভয়েই সাতকানিয়ার ৬ নং ওয়ার্ড, চূড়ামনির বাসিন্দা। আদালত তাদের ভবিষ্যতে পরিবেশবিরোধী কার্যক্রমে জড়িত না হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সুরক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” টিলা ও পাহাড় কাটার মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, যা মাটি ক্ষয়, বন্যা ও জীববৈচিত্র্য হ্রাসের ঝুঁকি বাড়ায়। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনুরূপ অভিযানে অনেক টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। নোট: এই প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত তথ্যের ভিত্তিতে তৈরি। যেকোনো আইনি পদক্ষেপ বা সিদ্ধান্তের জন্য সরাসরি আদালত বা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।