চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯টি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ৭ জন আসামিকে আটক করা হয়েছে। অভিযানে ১টি সিআর সাজা, ৫টি সিআর ও ৩টি জিআর পরোয়ানা বাস্তবায়ন করা হয়। অভিযানের বিস্তারিত: চট্টগ্রামের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামানের তত্ত্বাবধানে গত ১০ মে রাতের অভিযানে এসআই মো: নুর আমজাদ হোসেন ও তার টিম থানা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এ সময় সাজাপ্রাপ্ত ও মামলার আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের তালিকাঃ ১. নাম: মোঃ শিফাত পিতার নাম: মোঃ সাবের ঠিকানা: গাছবাড়ীয়া দূর্লভপাড়া, চন্দনাইশ পৌরসভা (ওয়ার্ড-০৯)। মামলা: শিশু মামলা নং-১৮১/২২ (ধারা: ৩২৩/৩০৭/৫০৬/৩৪) এনজিআর-৫২৪/২৩ (লোহাগাড়া থানা, ধারা: ৩২৩/৫০৬)। ২. নাম: মুন্নি আকতার স্বামীর নাম: নুরুল আলম ঠিকানা: পূর্ব দোহাজারী, কিল্লা পাড়া (দোহাজারী পৌরসভা, ওয়ার্ড-০৭)। মামলা: সিআর নং-৮৬/২৫ (ধারা: ৪০৬/৪২০/৫০৬(২য়))। ৩. নাম: মনিসা আক্তার স্বামীর নাম: আবদুর রাজ্জাক ঠিকানা: দোহাজারী সাঙ্গু নদীর দক্ষিণ পাড়, কলোনী পাড়া। মামলা: সিআর নং-১৫৬/২৩ (ধারা: ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬(২))। ৪. নাম: মুন্নী আকতার স্বামীর নাম: মো: বাহাদুর ঠিকানা: দোহাজারী সাঙ্গু নদীর দক্ষিণ পাড়, কলোনী পাড়া। মামলা: সিআর নং-১৫৬/২৩ (ধারা: ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬(২))। ৫. নাম: আবদুর রাজ্জাক পিতার নাম: সাহাব মিয়া ঠিকানা: দোহাজারী সাঙ্গু নদীর দক্ষিণ পাড়, কলোনী পাড়া। মামলা: সিআর নং-১৫৬/২৩ (ধারা: ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬(২))। ৬. নাম: শাহনাজ আক্তার আজাদ পিতার নাম: আবুল কালাম আজাদ স্বামীর নাম: মো: আকবর ঠিকানা: দোহাজারী উল্লা পাড়া, মসজিদ সংলগ্ন (ওয়ার্ড-০৩)। মামলা:সিআর নং-৪১/২২ (দায়রা নং-১৯৫/২২, ধারা: এনআইএ অ্যাক্ট-১৩৮)। সিআর নং-৮৯/২১ (ধারা: এনআইএ অ্যাক্ট-১৩৮)। ৭. নাম: আলমগীর (৩৪) পিতার নাম: সৈয়দ আহমদ ঠিকানা: বার্মা কলোনী, দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন। মামলা: সদর মডেল থানার জিআর নং-২১/২৩ (তারিখ: ০৯/০১/২০২৩)। অভিযানের নেতৃত্ব: চট্টগ্রাম পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই নুর আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত সকলকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়, “অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।”