রাজধানীর বনানী এলাকায় একটি কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে কাকলী বাসস্ট্যান্ডের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, নিহতদের একজনের নাম আশফাকুর রহমান আসিফ (২৫)। দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় পিছলে পড়লে পেছন থেকে আসা কংক্রিট মিক্সার ট্রাকটি তাদের উপর উঠে যায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।