1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৬ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কয়রায় জমি জবরদখল ও মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন কয়রায় ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে উত্তাল পোড়াবাড়ি

নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তাদের মেয়ে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া সড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে পেশায় অটোরিকশাচালক মো. নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। তাদের মেয়ে সোমাইয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন বিয়ের প্রস্তাব নিয়ে শ্যামগঞ্জের একটি গ্রামে গিয়েছিলেন। সঙ্গে তার স্ত্রী রোকেয়া ও মেয়ে সোমাইয়া ছিলেন। সেখান থেকে কাজ সেরে নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিজাম উদ্দিন ও রোকেয়া খাতুন নিহত হন। গুরুতর আহত হন তাদের মেয়ে সোমাইয়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ। আর আহত সোমাইয়াকে স্থানীয় হাসপাতালে পাঠায়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করলে কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে হেফাজতে নেয় পুলিশ। কাভার্ড ভ্যান চালক মো. রাসেল (৩০) খুলনার বাগেরহাট সদর উপজেলার পশ্চিম ঘাহেরা গ্রামের বাসিন্দা। হেলপার মেহেদী হাসান (২২) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোজাটি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৭৬৯৫), চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com