1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাকির, পিতা: ফকির নামে এক গাছি রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন খেজুরগাছ কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে মির্জাপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসকনের কার্যক্রম বন্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর

একরাতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে সিরিজ চুরি

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে একরাতে ৭টি দোকান ও ১টি বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। একরাতে একসঙ্গে এতো দোকান ও বসত ঘরে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন দোকান মালিকসহ স্থানীয়রা। এরমধ্যে বেশ কয়েকটি দোকান থেকে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে চোরেরা।
জানা গেছে, রোববার (২৯ জানুয়ারি) রাতে এসব দোকানের সাটার ভেঙে এবং বসতঘরের মুল পটক ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। এক সঙ্গে এতোগুলো দোকান ও বসত ঘরে এমন চুরির ঘটনা নাড়া দিয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকার রানার বাড়ি নামক স্থানের নেছারী মধু ঘর, আবুল খায়ের ডিসের কন্ট্রোল রুম, রাসেদ ষ্টোর, সাহাদাত হোটেল, মিজান ষ্টোর। চৌরাঙ্গা নূরানী মাদ্রাসার সামনের সৈয়দ আহাম্মদ ষ্টোর, শরীফ ষ্টোর ও শেখ ফরিদ মজুমদারের বসত ঘরে চুরি হয়েছে।

এরমধ্যে ডিসের কন্ট্রোল রুম থেকে ৪৫ হাজার টাকা, রাসেদ ষ্টোর থেকে সাড়ে ৮ হাজার টাকা ও নেছারী মধু ঘর থেকে ২ হাজার টাকা, সাহাদাত হোটেল থেকে ১ মোবাইল ফোন, শেখ ফরিদ মজুমদারের বসত ঘর থেকে ২ টি কম্বলসহ ৫ টি দোকানের সিগারেট, তেলসহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, একরাতে এত গুলো দোকান ও বসত ঘরে চুরির ঘটনায় আমার আতংকে রয়েছি। আমরা বিশ্বাস করি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  ভুক্তভোগীরা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। তাছাড়া আমাদের পক্ষ থেকেও চোর সনাক্ত করা এবং আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com