২৯/০১/২০২৪ তারিখ দুপুর ১৩:০০ ঘটিকায় জনৈকা মোছাঃ শিরিনা আক্তার (২৮) তার প্রবাসী স্বামীর প্রেরিত টাকা সোনালী ব্যাংক, ত্রিশাল শাখা থেকে উত্তোলন করে রিক্সায় ত্রিশাল থানাধীন ইভা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলে অনুসরণরত দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী ভিকটিমের রিক্সার গতিরোধ করে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ময়মনসিংহের দিকে পলায়ন করে। ভিকটিম ঘটনাস্থলে চিৎকার আরম্ভ করলে ত্রিশাল বাসষ্ট্যান্ডে অবস্থানরত থানা টহল পুলিশের সদস্যরা এসআই হুমায়ুন কবির এর নেতৃত্বে ধাওয়া করে মাত্র দুই ঘন্টারও কম সময়ে দুপুর ১৪.৩০ ঘটিকায় ত্রিশাল থানাধীন বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় থেকে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল-
১। মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা-মোঃ রমজান আলী, মাতা-ফজিলা খাতুন, সাং-চিকনা মনোহর,থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ
২। মোঃ মেহেদী হাসান সাব্বির (২৫), পিতা- মোঃ রমজান আলী, মাতা-ফাতেমা খাতুন, সাং-পাঁচপাড়া (বড় মসজিদ), থানা: ত্রিশাল, জেলা : ময়মনসিংহ
তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় (মামলা নং ১৬, তারিখ ২৯/০১/২০২৪) দ্রুত বিচার আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।