পাঁচবিবি উপজেলা কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বূহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এ রাতে কুসুম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাউল করিমসহ তাঁর দুই ভাই (শাজাহান ও সামিউল)-এর বাসা থেকেও একই কায়দায় চুরি হয়। তাদের পরিবারের সূত্রে জানা যায়, রাতের আঁধারে তাদের বাসার পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নতুন কয়েকটি কাপড়, জুতা, বিছানার চাদর ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। আপেল নামে এক ব্যক্তি বলেন, চোর চুরি করেছে পরিকল্পিত ভাবে কারণ তিন বাড়িতে চুরি করার পদ্ধতি একই রকম। যে সকল ঘরে লোক রাতে ছিল না সে সকল ঘরের জানালার গ্রিল কেটে চুরি করেছে। নগদ টাকা, স্বর্ণ, কাপড় এ সকল জিনিস চুরি করেছে। তাদের চুরি করার পদ্ধতি দেখে বুঝা যাচ্ছে তারা ভদ্র চোর।