1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
“মৌসুমি পাখি” মন্তব্যে তীব্র ক্ষোভ গোলাম রসুল রাজার প্রতিবাদ, সাবেক এমপি রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি মাদারীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ বগুড়া শাজাহানপুরে বাস-সিএনজি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে সাংবাদিকদের মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন প্রকাশ্যে সাংবাদিক হত্যা: নেছারাবাদে বিচার দাবিতে সাংবাদিক-নেতাদের ঐক্যবদ্ধ মানববন্ধন সোলতান আহমেদের মেয়ের চিকিৎসায় জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের আর্থিক সহায়তা মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী থেকে জামালদী পর্যন্ত রাস্তা মেরামত এবং শিশু মৃত্যুর সঠিক বিচারের দাবিতে হোসেন্দী ইউনিয়ন বাসীর মানববন্ধন সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ফরিদপুরে ইজিবাইকের চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার(৪০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেক কে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২মাসেে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২য় এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুই জন আসামী উপস্থিত থাকলেও বাকী দুই জন পলাতক ছিল।
সাজা প্রাপ্ত আসামীরা হলো রাজবাড়ি সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখসহ পলাতক আসামী শাহজাহান শেখ ও মোঃ শামীম ওরফে ভাগ্নে শামীম।
পরে উপস্থিত আসামীদের কে পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটো চালক ফারুক তালুদারের লাশের সন্ধান পাই।
এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ইজিবাইক ছিনতায়ের মামলা দায়ের করে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২য় এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ রফিকুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাই করতে চালক কে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজা প্রাপ্ত পলাতক দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বিচারক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com