অনুষ্ঠিত হয়ে গেল ২২ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের খুলনা অঞ্চলের বাছাই পর্ব। খুলনা অঞ্চলের বাছাই পর্বের জন্য ভেনু হিসেবে নির্বাচন করা হয়েছিল খুলনার ঐতিহ্যবাহী সরকারি করোনেশন গার্লস হাই স্কুল। শনিবার সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের খুদে গণিতবিদরা এ প্রতিষ্ঠানে জড়ো হতে শুরু করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রথম আলো এবং ডাচ-বাংলা ব্যাংক এর সৌজন্যে এ বছর গণিত অলিম্পিয়াড এর সমস্ত আয়োজন সম্পন্ন হয়।বিডিএমও (Bangladesh Mathematical Olympiad) ২০০১ সালের এপ্রিল মাসে এর যাত্রা শুরু করে। প্রতি বছর গণিতকে ঘিরে মাসব্যাপী দেশব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এটি দেশের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) জন্য উন্মুক্ত। উৎসবের স্বাভাবিক সময় প্রায় ডিসেম্বর-ফেব্রুয়ারি। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির (BdMOC) সদস্যদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টায়,দৈনিক পত্রিকা "প্রথম-আলো" এবং "ডাচ বাংলা ব্যাংক লিমিটেড" এরই মধ্যে কিছু প্রাথমিক লক্ষ্য অর্জন করেছে। এর মধ্যে একটি স্বর্ণপদক সহ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) একটি দল পাঠানো অন্তর্ভুক্ত। বাংলাদেশী শিক্ষার্থীরা ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।
আঞ্চলিক ও জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজনের পাশাপাশি, BdMOC বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্প এবং এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (APMO) তত্ত্বাবধান করে। স্থানীয় গণিত অলিম্পিয়াড, সমান্তরাল গণিত স্কুল এবং গণিত ক্লাবের ব্যবস্থা করতে চায় এমন সমস্ত আগ্রহী গোষ্ঠী এবং কর্মীদের প্রতি কমিটি সর্বদা তার সহযোগিতা প্রসারিত করে।পরীক্ষা শেষ হওয়ার এবং রেজাল্ট ঘোষনার মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিকপর্বে বিজয়ীরা পরবর্তীতে ঢাকাতে অনুষ্ঠিত জাতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।