1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় নিরাপদ বর্জ ব্যবস্থাপনা না করার অপরাধে খামার মালিককে ২ লাখ টাকা জরিমানা পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত লালুয়ার তিন হাজার কৃষক পরিবারে স্বস্তি বরিশালে ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি মিরপুরে ছাত্র দল নেতার হাতে বিএনপি কর্মীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবসে সংস্কৃতি মেলা সুন্দরবনে হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তিকে আটক বরগুনা-০২ আসনে বিএনপির মনোনয়ন পেতে এগিয়ে আছেন : নুরুল ইসলাম মনি গাইবান্ধার পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া পুরোনো ব্রীজের ওপর কাট ফেলে ঝুঁকিপূর্ণভাবে চলাচল বগুড়ায় এক নারীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে সবচেয়ে সুন্দর ১৫ টি রিসোর্টের ঠিকানা সহ বিস্তারিত

কয়রায় জেলে আইডি সেবা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় জেলে আইডি সেবা মূল্যায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলেদের আইডি কার্ড প্রাপ্তিতে চলমান অনিয়ম ও বৈষম্যের বিষয়টি উঠে আসে এবং এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়। সোমবার (৩০ জুন) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে, সিএসওদের সহযোগিতায় এবং ডরপ ইভলভ প্রকল্পের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে এবং সিএসও সদস্য মোল্যা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার। এছাড়াও ইউপি সদস্য সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, মোস্তফা শফিকুল ইসলাম, আবু হোরায়রা খোকন, শেখ আবুল কালাম আজাদ, নাজমুচ্ছায়াদাৎ, মাসুম বিল্যাহ, সেলিনা আক্তার লায়লী, মুর্শিদা খাতুন, ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর হারুন অর রশিদ, সিএসও সদস্য আশিকুজ্জামান, সাবানা আক্তার, স্বপ্না মন্ডল, চঞ্চল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলে আইডি কার্ড বিতরণে স্বচ্ছতার অভাব এবং কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। অনেক প্রকৃত জেলে দীর্ঘ অপেক্ষার পরও আইডি কার্ড পাচ্ছেন না, অথচ কিছু অ-জেলে প্রভাব খাটিয়ে বা অবৈধ উপায়ে আইডি কার্ড সংগ্রহ করছেন বলে অভিযোগ করা হয়। এর ফলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা, যা তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং মৎস্য আহরণের উপর নির্ভরশীল সরকারি ভর্তুকি পেতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপস্থিত জেলেরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে জানান, আইডি কার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় জটিলতা এবং দালালদের দৌরাত্ম্যের কারণে তাদের অনেক অর্থ ও সময় ব্যয় হচ্ছে। এছাড়াও, নবায়নের ক্ষেত্রেও একই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
সভায় বক্তারা জেলে আইডি সেবায় বিদ্যমান অনিয়ম ও বৈষম্য দূরীকরণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আবেদন প্রক্রিয়া সহজীকরণ, অনলাইন পদ্ধতির ব্যবহার বৃদ্ধি, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এবং প্রকৃত জেলেদের দ্রুত আইডি কার্ড প্রাপ্তি নিশ্চিতকরণ। উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার বক্তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং আইডি সেবা শতভাগ স্বচ্ছ করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com