কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমে “জুলাই” নিয়ে করা আপত্তিকর পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার “জুলাই আহত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”সহ বিভিন্ন রাজনৈতিক দল এর নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা জানান, সংশ্লিষ্ট পুলিশ সদস্য রনির পোস্টটি কেবল শহীদদের অবমাননা নয়, বরং এটি ইচ্ছাকৃতভাবে আন্দোলনকে কলঙ্কিত করার অপচেষ্টা। তারা বলেন, “রনি পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল, কিন্তু তিনি সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছেন।” বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় শাখার নেতৃবৃন্দ। কয়েক ঘণ্টার অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ওই পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনার দাবি জানান। এক ছাত্রনেতা বলেন, “আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে যে ইতিহাস লিখেছে, তাকে ছোট করে দেখা মানে শহীদদের অবমাননা। এই অপরাধে আমরা কোনো ছাড় দেব না।” ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা বুধবার ২ টা পর্যন্ত আলটিমেটাম দেয় এবং সাময়িকভাবে অবরোধ তুলে নেন। তবে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য