ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিল একটি রিকশা। প্রথমে মনে হয়েছিল, রিকশাচালক হয়তো একটু ঘুমিয়ে নিচ্ছেন—ক্লান্ত শরীরের একটু বিশ্রাম! কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও একই ভঙ্গিতে নিথর অবস্থায় ছিলেন তিনি। এক পথচারী এগিয়ে গিয়ে যখন শরীরে হাত রাখেন—তখন বুঝতে পারেন, আর ফিরে আসবেন না তিনি। চলে গেছেন না-ফেরার দেশে। রিকশার উপরেই একাকী মৃত্যু হয়েছে এই পরিশ্রমী মানুষের। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নীরব এক বিদায়! ধারণা করা হচ্ছে, স্ট্রোক করেই মৃত্যুবরণ করেছেন তিনি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনও জানা যায়নি তার পরিচয়। মানুষের জীবন কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী! হয়তো সামান্য বিশ্রাম নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য তাঁকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল