স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের মেয়াদ ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়ায় ১জুলাই ২০২৫ থেকে পীরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবা গুলো এখন আরও টেকসই স্বচ্ছ এবং নাগরিকদের কাছে অধিকতর সহজলভ্য হবে বলে প্রত্যাশা ও আশ্বস্ত করা হয়েছে। এ বিষয়ে পৌরসভা মনে করে স্বাস্থ্য সেবাগুলো নাগরিকদের একটি মৌলিক অধিকার I তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নবযাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ও অংশীজনদের সহযোগিতায় সেবা প্রদানে কোন ঘাটতি বা কার্পণ্য রাখা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ।