সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলার (অবিভক্ত) ভাইস-চেয়ারম্যান মোশাহিদ তালুকদারের নাম জড়িয়ে গত ১লা জুলাই রোজ মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে উন্মুক্ত জলাশয় দখল ও গোচারণ ভূমি দখল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
আজ ২রা জুলাই রোজ বুধবার দুপুর ২ঘটিকায় মধ্যনগর শান্তি পট্টি রোডের অবস্থিত উনার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমি মোঃ মোশাহিদ তালুকদার , সাবেক ভাইস-চেয়ারম্যান (অবিভক্ত )ধর্মপাশা উপজেলা ও যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মধ্যনগর উপজেলা শাখা। গতকাল একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্য মধ্যনগরে এক মানববন্ধনের আয়োজন করে এবং একইসঙ্গে উপজেলা প্রশাসনের নিকট একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দাখিল করে।
অভিযোগে বলা হয়েছে,আমি গোচারণ ভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় দখল করেছি। প্রকৃতপক্ষে,যে জমিকে তারা গোচারণ ভূমি বলে উল্লেখ করেছেন,সেটি আসলে একটি চারা রকম ভূমি,যা আমার ছোট ভাই মোবাশ্বির আলম খরিদ সূত্রে বৈধ মালিক। প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যেকোনো সময় যেকোনো দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তূত রয়েছি। অন্যদিকে উম্মুক্ত জলাশয়ের বিষয়ে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে,সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।আমি উক্ত জলাশয়ে কাউকে নিষেধ বা বাধা প্রদান করিনি।এ অভিযোগের মাধ্যমে আমাকে সমাজ ও রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে,যা একটি বিশেষ গোষ্ঠীর অপচেষ্টারই বহিঃপ্রকাশ।আমি এই ধরনের অপ্রচারের আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।