খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের রবীন্দ্রনাথ রায় ও তার ভাই এবং ভাইপোর ওয়ারেশ সূত্রে প্রাপ্ত পূর্বপুরুষের পরম্পরায় ভোগদখলীয় জমি রোজ পূর্বক দখলের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্ত ভোগীদের পক্ষে রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র দপ্তরে বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে । অভিযোগে জানা গেছে, উপজেলার ছয়ঘরিয়া মৌজার ৪১৮৭ নং খতিয়ানের ১৫০৫/১৯০৯ নং লাগে ১৭ শতক জমি ওয়ারেশ সূত্রে ডিজিটাল নামপত্তন কেস মারফত নিজনামে রেকর্ড করে কর খাজনা পরিশোধ পূর্বক যুগ যুগ ধরে ভোগদখল করে আসছে । গত ০১ জুলাই মঙ্গলবার আনুমানিক সকাল ৭ টায় বিবাদী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া এলাকার মৃত সুনীল বিশ্বাসের পুত্র শক্তি বিশ্বাস (৩২) ও একই এলাকার নগেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র সমর বিশ্বাস (৩৫) সহ তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদীদের উক্ত ভোগদখলীয় জমিতে মাটি কেটে বেড়ীবাঁধ নির্মাণ করতে থাকে । খবর পেয়ে ভুক্তভোগীরা ঘটনা স্থলে পৌঁছে বিবাদীদের বাঁধা দিতে গেলে অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে জীবন নাসের হুমকি দিচ্ছে । যার ফলশ্রুতিতে ভূক্তক্তোগীর পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে । এব্যাপারে ভূক্তভোগী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে