1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি গতি পাচ্ছে গাইবান্ধা-৫ আসনে, মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা জামায়াতের অগ্রযাত্রাকে বাধা দিলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে: ড. আব্দুস সামাদ ঝালকাঠি -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা সেলিম রেজা জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকার কুলিয়ারচরে ১৩ বছর যাবত ভাত খান না ইনু মিয়া, প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মোনায়েমকে এক রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ শিশুদের জন্য পার্ক, কৃষকের জন্য বাজার: কলাপাড়ায় তিন উন্নয়ন প্রকল্পের সূচনা সাতক্ষীরা শহরে আবাসিক হোটেল থেকে ৪শ পিচ ইয়াবাসহ দম্পতি আটক কালিয়াকৈরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেফতার ঝিকরগাছায় গণপিটুনিতে যুবক নিহত, আহত ১ জয়পুরহাটে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রায় এক ডজন, মাঠে জামায়াত, সক্রিয় গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা

সরিষাবাড়িতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ

SIFAT
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের  “৬২ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়”-এর সহকারী শিক্ষক মোঃ মাসুদুল হাসানের বিরুদ্ধে শিশু নির্যাতন, অশোভন আচরণ ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ এনেছেন অভিভাবক ও এলাকাবাসী।
আজ(বুধবার)সকালে এসব অভিযোগ এনে শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ তাকে স্কুলে অবরুদ্ধ করে রাখেন।
এদিকে অভিযোগে বলা হয়েছে, তিনি শিক্ষার্থীদের মারধর, ক্লাস চলাকালে মেয়েদের সঙ্গে অশোভন ব্যবহার, এবং মোবাইলে বাজে ভিডিও প্রদর্শনসহ একাধিক গুরুতর অনিয়মে জড়িত।
স্থানীয় অভিভাবক মোঃ সোবাহান আলী উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগপত্রে জানান,”ইতিপূর্বেও শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বিষয়টি দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে।”
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় শিক্ষক মাসুদুল হাসান শিক্ষার্থীদের প্রতি বারবার অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে এলাকাবাসী শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করে রাখে। আজ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে সহকারী শিক্ষক মোঃ মাসুদুল হাসানকে এক প্রকার প্রতীকী অবরোধ করে রাখেন।
অভিযোগপত্রের অনুলিপি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত কয়েক মাস আগেও একই রকম অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে উঠলেও এবং ম্যানেজিং কমিটি থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ দিলেও কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে নিজেকে টিকিয়ে রাখেন শিক্ষক মাসুদুল হাসান।
 এদিকে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ রক্ষা করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন অভিভাবকসহ এলাকাবাসী। সহকারী শিক্ষক মোঃ মাসুদুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এ ব্যাপারে কোন বক্তব্য এখন পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com