কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকাল ৪ টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর। সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বাদল এবং সঞ্চালনায় ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপি নেতা হাসিব ভুট্টো।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) মো. শাহিন হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নুরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান তালুকদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন সিকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী মৃধা, যুবদল নেতা সাহাব উদ্দিন সাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তি মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের দোসর বা কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য যেন বিএনপির সদস্য ফরম পূরণ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।