1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ভূয়া ব্যারিস্টার প্রতারক শামীম রহমান গ্রেফতার গৌরনদীতে মৎস্যজীবীর গরু জোরপূর্বক বিক্রির অভিযোগ গন অধিকার পরিষদের সংবাদ সম্মেলন ও পথসভা লালপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা প্রত্যেক শিশুর মানসিক বিকাশে শিক্ষকের ভুমিকা অপরিসীম – বিদ্যালয় পরিদর্শন কালে বিজন কুমার বালা হবিগঞ্জ শহরে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত জুলাই অবমাননায় ক্ষোভ, পুলিশ সদস্য রনির শাস্তির দাবিতে প্রতিবাদ—পুলিশ সুপারের কার্যালয়ে উত্তপ্ত মতবিনিময় সভা বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান ও ওষুধ বিতরণ জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শতাধিক ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

শিশুদের জন্য পার্ক, কৃষকের জন্য বাজার: কলাপাড়ায় তিন উন্নয়ন প্রকল্পের সূচনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
কলাপাড়ায় দুটি শিশু পার্কের স্থান নির্ধারণ এবং একটি কৃষক বাজারের নবনির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ বুধবার (২ জুলাই) বিকেলে এ তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
শিশুদের মানসিক বিকাশ ও নিরাপদ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মাণাধীন পার্ক দুটি হচ্ছে—কলাপাড়া শিশু পার্ক এবং ইউএনও পার্ক।কলাপাড়া শিশু পার্কের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে, আর ইউএনও পার্ক নির্মিত হবে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে।
একই দিনে কলাপাড়া পৌর এলাকার বড় মসজিদের বিপরীতে নবনির্মাণাধীন কৃষক বাজার ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রান্তিক কৃষকরা বিনা টোল এবং দোকানভাড়া ছাড়াই কৃষিপণ্য বিক্রির সুযোগ পাবেন।ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন,
“প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই কৃষক বাজার স্থাপন করা হয়েছে। এখানে কৃষকরা কোনো প্রকার টোল বা দোকানভাড়া ছাড়াই সরাসরি নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। নির্দিষ্ট জায়গার বাধ্যবাধকতা নেই—যে যেখানে আসবেন, সেখানেই বসতে পারবেন।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ একদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, অপরদিকে সাধারণ ক্রেতারা সুলভ মূল্যে নিরাপদ ও তাজা কৃষিপণ্য পেতে পারবেন।”
শিশুদের জন্য উন্মুক্ত বিনোদনকেন্দ্র
শিশুদের জন্য নির্মিতব্য দুটি পার্ক কলাপাড়ায় একমাত্র উন্মুক্ত ও নিরাপদ বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হবে।জেলা প্রশাসক বলেন, “প্রযুক্তির আসক্তি থেকে শিশুদের বের করে এনে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করতে পার্ক দুটো সহায়ক হবে। এতে শিশুদের মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা ও শারীরিক সুস্থতাও নিশ্চিত হবে।”ফল উৎসবেও ছিল উচ্ছ্বাস
প্রকল্পগুলোর উদ্বোধন শেষে জেলা প্রশাসক অংশ নেন কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত ‘ফল উৎসব’-এ।
সেখানে স্থানীয় কৃষকেরা প্রদর্শন করেন নিজেদের উৎপাদিত বিভিন্ন দেশি ও বিদেশি জাতের ফল। প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com