বুধবার ২ জুলাই দুপুর বারেটা টা ত্রিশ মিনিট থেকে ২টা পয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক এর নির্দেশনায়, কলারোয়া বাজারে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেয় বিজিবি, ঔষধ প্রশাসন অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। নেতৃত্বে ছিলেন কলারোয়ার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দীন আহমেদ। বিজিবির পক্ষে ছিলেন সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এবং তার নেতৃত্বে পনেরো জন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ঔষধ পরিদর্শক বাশারাফ হোসেন এবং ৫ জন পুলিশ সদস্য।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কলারোয়া বাজার এলাকার কিছু অসাধু ফার্মেসি মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ বিক্রি করছে। এসব ঔষধ ব্যবহার করে সাধারণ জনগণের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে—মৃত্যুর সম্ভাবনাও তৈরি হচ্ছে।
অভিযান চলাকালে ‘মেসার্স রাসেল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় মালিক কাজী সামছুর রহমানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়, ‘ঔষধ ও কসমেটিকস আইন দুহাজার তেইশ এর চল্লিশ (খ) ধারায়।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি।