সরকার পরিবারের কনিষ্ঠ সদস্য জান্নাতুল নূর সাফওয়ান শুভভাবে ৫ বছর পার করে ৬ বছরে পদার্পণ করেছে। এ আনন্দঘন মুহূর্তে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জান্নাতুল নূর সাফওয়ান গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। সে সরকার পরিবারের গর্বিত উত্তরসূরি। তার দাদু এস এম রফিকুল ইসলাম এলাকার একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি। সাফওয়ান তার বাবা এস এম জান্নাতুল নাঈম এবং মা মোছাঃ শামসুন্নাহার এর একমাত্র বড় ছেলে।ছোটবেলা থেকেই জান্নাতুল নূর সাফওয়ান অত্যন্ত চঞ্চল, মেধাবী ও প্রাণবন্ত শিশু হিসেবে পরিচিত।
আজকের দিনটি জান্নাতুল নূর সাফওয়ানের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। আজ সে পেরিয়ে গেল জীবনের প্রথম পাঁচটি বছর এবং পদার্পণ করলো জীবনের ষষ্ঠ বছরে।
এই ছোট্ট পরীটি জন্মগ্রহণ করেছিল এক হাসিমুখ নিয়ে, আর সেই দিন থেকেই তার পরিবারে ছড়িয়ে পড়ে অশেষ আনন্দের বারতা। তার সরলতা, চঞ্চলতা আর মিষ্টি কথায় পরিবারের প্রতিটি সদস্য আজ অভিভূত।সে যেমন মায়ের কোলে শান্ত, তেমনি খেলাধুলায় দারুণ আগ্রহী। গল্প শোনা, ছবি আঁকা আর রঙিন বইয়ের পাতা ওলটানো তার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম।
আজ জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠান। কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে, আর জান্নাতুল নূর সাফওয়ান–এর মুখে ফুটে উঠবে সেই পরিচিত নিষ্পাপ হাসি।
তার বাবা-মা সহ পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সাফওয়ানের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন—যেন সে সুস্থ-সুন্দর জীবন নিয়ে বেড়ে ওঠে মানুষের মতো মানুষ হয়ে।
শুভ জন্মদিন, জান্নাতুল নূর সাফওয়ান!