চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন বারইয়ারহাট পৌরসভা বাজারে ২,৭,২৫ ইং আনুঃ রাত ১২:৩০ ঘটিকার সময়, জোরারগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল হালিম এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর হান্নান আল মামুন ও লিটন চন্দ্রনাথ সংগীয় ফোর্স সহ গোপন সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে বারৈয়ার হাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ডিমের আড়তের সামনে পাকা রাস্তার উপর অপেক্ষা মান রত মোঃ নুরুল হাশেম ( ৩৪) পিতা মৃত মো: হোসেন, সাং ৭ নং ওয়ার্ড পশ্চিম সাতগড়িয়া পাড়া, মাইক্কা ইউনিয়ন থানা টেকনাফ জেলা কক্সবাজার, থেকে ১০৫০ পিস ইয়াবা টেবলেট সহ জোরারগঞ্জ থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন,এই বিষয় য়ে মামলার প্রস্তুতি চলছে, জোরারগঞ্জ থানার নবাগত ওসি আবদুল হালিম বলেন জোরারগঞ্জ থানার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান সবসময় চলমান থাকবে।