দুর্দিনে আপনাদের পাশে ছিলাম, আগামী নির্বাচনে আপনারাও আমার পাশে থাকবেন- বলাইশিমুল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭টি বছর মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেছি। বৃদ্ধ বাবাকে নিয়ে জেল কেটেছি। নেত্রকোনা জেলার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামী আমি। আমি কোনো দিন পিঠ দেখাইনি। পিঠ দেখানোর ইতিহাস আমার জীবনে নাই। তিনি আরো বলেন, দুর্দিনে আপনাদের পাশে ছিলাম। আমি আমার অর্থ-বিত্ত দিয়ে সব সময় আপনাদের পাশে ছিলাম। আছি এবং থাকব। আগামী নির্বাচনে আপনারাও আমার পাশে থাকবেন। এটাই আমার চাওয়া।