পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কে,এম লতিফ সুপার মার্কেটস্থ কার্যালয়ের সামনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।
ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত ১১ টার দিকে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম মিয়া মৃধা সমর্থিতও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা রাতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।
ইন্সপেক্টর হালিম তালুকদার জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি অফিস লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।ঘটনাস্থলে ককটেল সদৃশ দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা দু’টি বিস্ফোরক জাতীয় দ্রব্যের শব্দ শুনেছে।অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয়।নেতাকর্মী ও স্থানীয় লোকজন দিক্বিদিক ছুটাছুটি করে। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও আলামত সংগ্রহ করেছে।
তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।