বরগুনার বেতাগী উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে জামায়াতে ইসলামী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে স্যালাইন ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি শুরু হয়।
পৌর শহরের প্রধান সড়ক, মাছ বাজার, কাঁচা বাজার, থানা এলাকা, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান শেষ করা হয়। জামায়াতে ইসলামীর এ উদ্যোগটি স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়িয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, পৌর জামায়াতের সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইসলামি ছাত্রশিবির বেতাগী উপজেলা শাখার সভাপতি বশিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জানান, তারা অতীতেও করোনা মহামারি চলাকালে অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন এবং এখন ডেঙ্গুর প্রাদুর্ভাবে ফের জনগণের পাশে দাঁড়িয়েছেন।বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরগুনা জেলা এখন রেড জোনে পরিণত হয়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর এই কার্যক্রম প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না বলেন, “করোনা মহামারি থেকেই আমরা মানুষের পাশে ছিলাম। এখন ডেঙ্গু পরিস্থিতি মহামারির রূপ নিয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে, চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গুর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে।”