নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র নারীশিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ২০২৪ইং সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জমি দাতার পুত্রবধূ নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জহিরুল ইসকাম। সকাল ১১.০০ঘটিকায় কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।
কুরআন তেলওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী লাকী আক্তার, গীতাপাঠ করেন সরকার আদৃতা সজল। বিদায় অনুষ্ঠানে বিদায়ী মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দত্ত। সঙ্গীত পরিবেশন করেন অতিথি দেবনাথ, সাত্যকি, সাবিনা আশরাফী অদ্রি, মীম, জীম, প্রভা প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে।সবশেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ মোনাজাত করেন। সর্বশেষে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্লিয়ার ফাইল, কলমসহ খাবারের প্যাকেট বিতরণ করা হয় এবং প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।