বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুরের শ্রীপুর পৌর শাখার উদ্যোগে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।
জুলাই -আগস্ট গণঅভ্যূত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকার কথা। আজকের প্রজন্মকেও সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, “দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানো ইসলামের নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কাজ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।