চাঁদপুরের প্রতিটি বাড়িতে বাড়িতে আজ পবিত্র মহরম উপলক্ষে খিচুড়ির ব্যবস্হা হয়।পাড়া প্রতিবেশি এবং গরিব মানুষের মধ্যে খিচুড়ি খাওয়ানো হয়।আজ দিবাগত রাত ইবাদতের রাত হিসেবে গন্য।প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল ওমিলাদ কিয়ামের ব্যবসস্হা হয়।বেশির ভাগ মসজিদে মিষ্টি বিতরন হয়।
আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র। মহাগ্রন্থ আল কোরানে পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের। মহরমের ১০ তারিখটি বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে বলা হয় আশুরা।ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহরম। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মহরমকে কোনও উৎসব হিসাবে না, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়।মহরম মাসটি ইসলাম বিশ্বের কাছে শোক ও ত্যাগের মাস হিসেবে পরিচিত। বিশেষ করে এর দশম দিন আশুরা। কারণ এই দিনেই ঘটে গিয়েছিল কারবালার মর্মন্তুদ ঘটনা।
আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র। মহাগ্রন্থ আল কোরানে পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের। মহরমের ১০ তারিখটি বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে বলা হয় আশুরা। গুরুত্বপূর্ণ এই মাসে অনেক মুসলমান মসজিদে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন। মহররমের নবম, দশম ও একাদশতম দিনে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা অবধি রোজা রাখে।