1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সালথায় পানির অভাবে পাট নিয়ে সঙ্কটে চাষিরা, স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী মোংলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম নকলায় চন্দ্রকোণা ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন কয়রায় চেয়ারম্যান মাহমুদের অপসারন ও শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন আদমদিঘীতে জামায়াতের সমাজকর্মী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহে সেপটিক ট্যাংকে পাওয়া গলিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ১ করেছে পিবিআই পলাশবাড়ীতে প্রভাবশালী একটি পরিবারের ভয়ে দিশেহারা কানাডা প্রবাসি দুই ভাইসহ এলাকাবাসী রামভদ্রপুর গ্রামে রোডস অন হাইওয়ে রাস্তা নির্মাণে অনিয়ম

লালপুরে মাদকে সয়লাব চলছে রমরমা ব্যবসা

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা। প্রশাসনের নিরবতা ও স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব এলাকায় মাদকসেবী ও বিক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে নানা অপরাধ।

সহজলভ্য হওয়ায় বৃদ্ধ-যুবক থেকে শুরু করে শিশু কিশোররাও এ মরণনেশায় ঝুঁকে পড়ছে। প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী নেতাদের সাথে মাদক ব্যবসায়ীদের সুসম্পর্ক থাকায় কেউ কিছু বলতে সাহস করে না। সাহস করে কেউ প্রতিবাদ করলে বা কোন সাংবাদিক সংবাদ প্রচার করলে তাদের হামলা মামলা সহ বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। তারা দীর্ঘদিন ধরে যখন যে সরকার থাকে তাদের ছত্রছায়ায় ব্যবসা করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান,এসব মাদক ব্যবসার কৌশল হিসেবে নারীদের সম্পৃক্ত করা হয়েছে, মাদকের সহজলভ্যতায় অধিকহারে বিপদগামী হচ্ছে উঠতি বয়সের কিশোররা। অত্যাধুনিক যোগাযোগ মাধ্যমের কারণে অতি সহজেই হাতের নাগালে পেয়ে যাচ্ছে মাদক। ফলে উপজেলায় হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে দিন দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের তেমন কোন তৎপরতা না থাকায় লালপুর উপজেলার গ্রামে-গঞ্জে চলছে জমজমাট মাদক ব্যবসা। ফলে সেবনকারীর সংখ্যাও আশংকাজনক হারে বাড়ছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ীরা গ্রামের বাড়িতে, মাঠের বাগানে ও রাস্তায় হেঁটে হেঁটে প্রকাশ্যে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রি করে। প্যান্ট বা শার্টের ভেতর রেখে মুঠোফোনে যোগাযোগ করে তা বিক্রি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিলমাড়ীয়া, মোহরকয়া, ভাঙ্গাপাড়া, মহারাজপুর, জোতদৈবকী বাঁশতলা, কাজীপাড়ার ফকির পাড়া, মোমিনপুর,  গোপালপুর সহ বিভিন্ন গ্রামে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা সহ বিভিন্ন মাদক।  এদিকে বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে সবচেয়ে বেশি মাদক বিক্রি হয়, মাদক বিক্রির সাথে নারীরাও জড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

মাদক ব্যবসায়ীদের কারণে স্থানীয় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, লালপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা আগের থেকে অনেক বেড়েছে। হাতের নাগালে থাকায় অনেক কোমলমতি স্কুল ছাত্র ও যুবক মাদক সেবনে জড়িয়ে পড়ছে।  আর মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর-যুবকরা।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন মাদকের সহজলভ্যতা ও প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় সেবনকারীর সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে অপরাধ ও নৈতিক অবক্ষয়ও বেড়ে চলছে। এখান থেকে উত্তরণ হতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com