বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া একটি লঘুচাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার (৬জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের কারণে সাগর এখন উত্তাল। এর ফলে উপকূলীয় এলাকাসহ সমুদ্র বন্দরগুলোর ওপর ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ না করারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এক আবহাওয়াবিদ জানান, “বর্তমানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় এলাকাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।”
এদিকে উপকূলীয় জেলা প্রশাসনগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেলেদের সতর্কতা অবলম্বন এবং স্থানীয়দের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সচেতনতা ও সতর্কতা অবলম্বনের পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।