নরসিংদীর মনোহরদীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার(৫ ফেব্রুয়ারী) দুপুরে মনোহরদী উপজেলা চত্বরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে,সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার উপকার ভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ২ টি সেলাই মেশিন ও ১১ টি ছাগল বিতরণ করেন,মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা,জনাব হাছিবা খান।এ সময় মনোহরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ চরমান্দালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উদ্দীন শাহীন উপস্থিত ছিলেন।