চাঁদপুর জেলার মতলব উত্তরের ফরাজি কন্দি নেদায়ে ইসলামের উদ্যেগে মহরম উপলক্ষে শোক মিছিল বের করা হয়। মিছিলটি ফরাজি কন্দি ইউনিয়ন ঘুরে ইসলামিয়া মার্কেট নতুন বাজার পর্যন্ত আসে।মিছিলে নেদায়ে ইসলাম ফরাজি কান্দি মাদ্রাসার ছাত্র সহ এলাকার অনান্য লোকজন ছিলেন। ইসলামিয়া মার্কেট নতুন বাজারে এসে মিছিল স্থগিত হয়। মার্কেটের সকল দোকান কিছু ক্ষনের জন্য বন্ধ রেখে হুজুরের বক্তব্য শোনার জন্য সবাই একত্রিত হন।প্রথমে বক্তব্য রাখেন নেদায়ে ইসলাম ফরাজি কান্দি মসজিদের ইমাম। সবশেষে বক্তব্য রাখেন নেদায়ে ইসলামের পীর কিবলা জান আল্লামা মাসুদ হুজুর। বক্তব্যের পতিপাদ্য বিষয় হলো এজিদ কে কাফের মানতে হবে। কারন এজিদই হোসাইন কে হত্যা করেছিল।