1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

পীরগঞ্জে রথ যাত্রায় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনী

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
রংপুর পীরগঞ্জের কেন্দ্রীয় কালী মন্দির কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা পালন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে রংপুরের পীরগঞ্জে কেন্দ্রীয় কালী মন্দির কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে । গত শুক্রবার (২৭ জুন) হতে উপজেলার কেন্দ্রীয় মন্দির থেকে বন্দরের প্রধান প্রধান সড়কে রথযাত্রা নিয়ে আসে মন্দিরের হাজারো ভক্তগণ এবং উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব আনুষ্ঠানিকতার মাধ্যমে যাত্রার সমাপ্তি ঘটে। রথ যাত্রায় ও উল্টো রথ যাত্রায় সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সদস্যরা যথাযথ আন্তরিকতার সাথে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন । রংপুর পীরগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে সনাতন ধর্মালম্বীদের রথ যাত্রায় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেড হতে ৩৪ ইস্টবেঙ্গলের দায়িত্বপূর্ণ এলাকা পীরগঞ্জ মিঠাপুকুরের দায়িত্বে ও নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় আরও জানা যায় রথযাত্রা সুষ্ঠু স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে ২৭ জুন হতে অদ্যবধি পীরগঞ্জ সেনা ক্যাম্প মন্দির ও রথযাত্রা স্বাচ্ছন্দে ও নিরাপত্তার সাথে সার্বক্ষণিক টহল পরিচালনা করেছে । তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কঠোর কার্যক্রম চলমান থাকবে । এ সময় তিনি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, স্থানীয় জনগোষ্ঠী ও গণমাধ্যম কর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। মন্দির কমিটির সভাপতি শ্রী বাবলু চন্দ্র মহন্ত বলেন, মহা ধুমধামের মধ্য দিয়ে রথযাত্রা শুরু এবং সমাপ্তি ঘটেছে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ধর্ম কুলেরা রথযাত্রা পালন ও উপভোগ করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি রথ যাত্রায় ও উল্টোযাত্রায় সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com