আজ ৬ জুলাই (রবিবার) স্থানীয় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জনাব মাওলানা মুফতী আব্দুল হালিম এর সভাপতিত্বে, জনাব মাওঃ আকিব হোসাইন এর সঞ্চালনায় ষন্মাসিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর- ১ আসনের প্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার ইমামদের জন্য ১২ হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ করেছে, ইমামদের জন্য শুধু ভাতা
নির্ধারণ করলেই চলবে না, ইমামদের চাকরি জাতীয়করণ করতে হবে, আজকের সম্মেলন থেকে সরকারের কাছে আমারা এ দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন ইমামদেরকে সমাজের নেতৃত্বদান এবং সালিশ বিচার কার্যে এগিয়ে আসতে হবে তাহলেই মানুষ ন্যায় বিচার পাবে। কারণ ইমামগণ হলেন জাতির নেতা এবং ন্যায় ও ইনসাফের মুর্ত প্রতীক। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামুনুর রশীদ ও আলহাজ্ব মাও: আব্দুল হাই নিজামী, হাফেয মাওঃ আব্দুল্লাহ আল মামুন, জনাব মাও: মুফতী আব্দুল হালিম।