আমার নাম মোঃ হারুন অর রশিদ। আমার বাড়ি ২ নং রামভদ্রপুর ইউনিয়নের রাম ভদ্রপুর বাজারের পূর্ব পাশে বালুর মোড়ে। আমার বাড়ির পাশ দিয়ে একটি রোডসন হাইওয়ে রাস্তার কাজ চলমান। এই রাস্তাটি রামভদ্রপুর বাজারের ব্রহ্মপুত্র নদী থেকে ১৫০ ফুট দূরে করবে বলে আমরা জানতাম, কিন্তু রাস্তাটি চলমান প্রক্রিয়ায় আমরা দেখতেছি রাস্তাটির সম্পূর্ণ নদীর উপর হয়ে বেরিবাদের উপর দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। যার ফলে রাম-ভদ্রপুর বাজারের পূর্ব পাশে একটি ছাদ করা বিল্ডিং সহ অনেক গরিব মানুষের সাফ-কাওলা জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্রহ্মপুত্র নদীর 150 ফুট দূরে রাস্তাটি নির্মাণ হলে এসব অল্প জমি ওয়ালা লোকগুলো এখানে বসতবাড়ি করে থাকতে পারবে । কাজেই আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি ,নদী আমাদের দেশের অপূরনীয় সম্পদ ,এই নদী ভরাট করে আমরা হাইয়ে রাস্তা চাই না। যদি রাস্তা করে ,তাহলে ১৫০ ফুট দূরে যেন নির্মাণ করে, সেজন্য আমরা এলাকাবাসী দাবি জানাচ্ছি। সেই সাথে আরেকটি ঘটনা জানাচ্ছি ,বর্তমান ঠিকাদার ও ইঞ্জিনিয়ার ব্লাকেট মিশানো ইট দিয়ে আঁকাবাঁকা করে এল জেডির সাথে মিলিয়ে রাস্তাটি নির্মাণ করিতেছে। হাইওয়ে রাস্তা যদি আঁকাবাঁকা হয় তাহলে অধিক পরিমাণে এক্সিডেন্ট হবে, এতে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে, জন দুর্ভোগ তৈরি হতে পারে, অনেক মানুষ প্রিয়জন ছাড়া হতে পারে। কাজেই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে ঠিকাদার রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য । নিবেদক, অত্র এলাকাবাসী।