বগুড়ার নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দাফন কার্য সম্পন্ন হয়েছে।
নন্দীগ্রাম পৌরসভার অন্তর্গত ৩নং ওয়ার্ড বৈলগ্রামের মরহুম রাজন আকন্দের সর্বকনিষ্ট ছেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি ওরফে (ছবি স্যার) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬ এপ্রিল (রবিবার) ভোর ৪টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। তিঁনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
উক্ত গার্ড অফ অনার প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামসহ থানা-পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
তাঁর নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী এবং সাধারণ জনতার ঢল নামে।