মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র বাজারগুলোতে রশিদের হার দিন দিন বেড়ে চলছে।
ডিস্ট্রিবিউশন ব্যবসায়ীগুলো দিন দিন হতাশ হচ্ছে, একটি বাজারে টমটম বা পিক আপ চালিত গাড়ির মধ্যে মাল নিয়ে গেলে সেই গাড়ি থেকে এভাবেই রশিদ আদায় করে থাকে বাজারের ইজারাদাররা। এবং হাতে থাকা ছোট কার্টুনে অল্প কিছু মাল কোন দোকানে ডেলিবারি দিলেও তাদের কে ত্রিশ টাকা দিতে হয়। এবেপারে দৈনিক দে-শ বুলেটিন এর সংবাদ কর্মি দেওয়ান মাসুকুর রহমান, রিসিটে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করিলে, চাঁদা আদায় কারি ইজারাদার বলেন আমরা বাজার ডাক এনেছি। আপনার কিছু জানার থাকলে আপনি উপজেলা UNO স্যারের সাথে কথা বলেন। এলাকার সাধারণ মানুষের সাথে আলাপ করে জানতে পারি, তাদের এই ধরনের আচরণে মানুষ ক্ষুদ্ব্য।
বাজার কমিটি সাধারণ মানুষকে জিম্মি করে, দির্ঘদিন ধরে এইভাবে চাদাবাজি করে আসছেন বলে জানাজায়। এই বেপারে এলাকা বাসির দাবি, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।