1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর রক্ষা বেরিবাদ ভাঙ্গনের কবলে পদ্মার গর্ভে প্রেম হয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : শিমুল বিশ্বাস নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক পীরগঞ্জে জমি দখল ও গাছ কর্তনের মামলা করায় প্রতিপক্ষের আতঙ্কে গৃহ ছাড়া যাদের হাতে নিজ দলের নেতা কর্মী- নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে ———–আলহাজ্ব মাসুদ সাঈদী যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক বানারীপাড়ায় বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সহকারী কমিশনার (ভূমি) গণের বেসিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অধ্যক্ষের গাড়ির সাথে সিএনজির সংঘর্ষ, চালকের সাথে হাতাহাতি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

পাবনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিএনজি স্ট্যান্ড এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া তার নিজ বাসা থেকে কলেজে যাওয়ার পথে এক সিএনজি অটোরিকশার সঙ্গে তার সরকারি গাড়ির সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালক অসতর্কভাবে অধ্যক্ষের গাড়ির সামনে ঢুকে পড়ে এবং এতে সামান্য ধাক্কা লাগে। এরপর উভয় পক্ষের চালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ওই সিএনজি চালক নিজেকে চালক সমিতির নেতা পরিচয় দিয়ে অধ্যক্ষের গাড়িচালকের ওপর চড়াও হয়। এ সময় আরও কয়েকজন সিএনজি চালক এসে অধ্যাক্ষ স্যারের গাড়িচালককে মারধর করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভ শুরু করে এবং শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। কয়েক ঘণ্টাব্যাপী অবরোধের ফলে শহরের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।  শিক্ষার্থীরা দাবি তোলে, অবিলম্বে শহরের কেন্দ্রস্থলে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড সরিয়ে ফেলতে হবে এবং অধ্যক্ষের গাড়িচালকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানানো হলে তারা ধীরে ধীরে অবরোধ প্রত্যাহার করে নেয়।এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”পরবর্তীতে পুলিশ প্রশাসন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কলেজ কর্তৃপক্ষ ও সিএনজি অটোরিকশা সমিতির মধ্যে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com