নীলফামারীর কিশোরগঞ্জে বার বার হামলার শিকার হচ্ছেন সাব্বির হোসেন নামের একজন সাংবাদিক। গত ২৫ জুন রাত ১১ রাতে সংঘবদ্ধভাবে তার উপর হামলা চালানো হয়। তিনি দৈনিক সকালের বানী পত্রিকায় কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত।
সাংবাদিক সাব্বির জানান, মাদক ও আওয়ামী লীগবিরোধী সংবাদের কারণে হামলার শিকার হয়েছেন বলে তিনি দাবী করেন। মামলা করেও অভিযুক্তদের দাপট কমেনি, বরং ফের গত ০১ জুন হামলা চালায়।
এই ঘটনার পর সাংবাদিকের পরিবারের সদস্যরাও রয়েছেন চরম আতঙ্কে। তাদের অভিযোগ, থানায় মামলা করলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
এদিকে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথা বলেনি আসামীরা। এ দিকে কিশোরগঞ্জ থানায় সাংবাদিকদের তথ্য না দিয়ে কালক্ষেপণ করে অনত্র সরে যান কর্মকর্তারা।
তবে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানান, অভিযোগ তার নিকট পৌঁছালে সহযোগীতা করবেন এমন আশ্বাস দেন তিনি।
সাংবাদিক বারবার হামলার শিকার, তবুও নিরব প্রশাসন। ন্যায়বিচার না পেলে প্রশ্ন উঠবে আইনের শাসন নিয়ে।