হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত সেবায়েত ও পুরোহিতদের সাথে ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত’র এক মতবিনিময় সভা ৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জস্থ দেওয়ানজী পুকুর পাড়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের হল রুমে জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) রুমা দত্ত বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুকুমার দাশ, গণ্য মান্য ব্যক্তিবর্গ ও চট্টগ্রামের বিভিন্ন মন্দিরের প্রশিক্ষণ প্রাপ্ত সেবায়েত ও পুরোহিত বৃন্দ উপস্থিত ছিলেন। ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, প্রশিক্ষণ হল নিজেকে আরো গতিশীল করা, নিজের পেশাগত দক্ষতা আরো বাড়িয়ে দেয়া, তিনি আরো বলেন, এ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান আপনাদের স্ব-স্ব মন্দিরে কাজে লাগাতে হবে, তবেই হবে এ প্রশিক্ষণের সার্থকতা। ট্রাস্টি ১৬ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত যারা প্রশিক্ষণ পরিচালনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। শেষে তিনি ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র ও বিতরণ করা হয়।