কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে অন্তত ২ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। শুক্রবার (৪জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ভারী ও মাঝারি বর্ষণে সোমবার (৭জুলাই) পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৪৬ মিলিমিটার এবং টেকনাফে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। উপজেলা হোয়াইক্যং, হ্নীলা , টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ইউনিয়ন এবং পৌরসভার অন্তত ৫০ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। স্হানীয় জনপ্রতিনিধিদের মতে, খাল দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাড়িঘর পানিতে ডুবে গেছে। হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান মো, আলী জানান, তার ইউনিয়নের পূর্ব রঙীখালী এলাকায় অন্তত ৩০০পরিবার পানি বন্দি । পানি নিষ্কাশনে ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। স্হানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, টানা বৃষ্টিতে এলাকায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। খাবার ও রান্নার সমস্যায় পড়েছেন অনেকে। হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী জানান,পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে মাইকং চলছে। সাবরাংয়ের বাসিন্দা ইমন বলেন, অনেকে দুইদিন ধরে না খেয়ে আছেন, জরুরি সহায়তা প্রয়োজন । টেকনাফ ইউ এন ও শেখ এহসান জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে এবং স্হানীয় চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।