অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের মর্মবাণী আত্নবিশ্বাষ রেখে পালন করছেন বৌদ্ধ ধর্ম । খাগড়াছড়ি দীঘিনালায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।
সোমবার(৭জুন) সকালে খাগড়াছড়ি দীঘিনালায় কয়েকটি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দুঅর জ্ঞানাংকুর বৌদ্ধ বিহার ও শিক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভায় জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে সা. সম্পাদক বাবু শাক্যমুনি চাকমার সঞ্চালনায়
বক্তব্য রাখেন চাঙমা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সংগঠক বাবু আনন্দ মহোন চাকমা, বাবু দীপু লাক্ষ্য চাকমা (অবঃ শিক্ষক),দীঘিনালা উপজেলা সাবেক চেয়ারম্যান বাবু প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বৌদ্ধ ধর্ম্বালমী জনগোষ্ঠি পাহাড়ে বসাবাস করছে। সারাদেশে ৩ হাজার ৪টি বৌদ্ধ বিহার রয়েছে। পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় বৌদ্ধ বিহার গুলো জরাজীর্ণ সংস্কার করতে হবে। প্যাগোডা ভিত্তিক ধর্মীয় শিক্ষা কেন্দ্রের মাধ্যমে অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের বানী প্রচার করে বিহারে শিশুদের মাঝে ত্রিপিটক শিক্ষা দিতে হবে। প্রত্যক উপজেলায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দৃষ্টিনন্দর বৌদ্ধ বিহার নিমার্ণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।