সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ২৬নং খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে বিদ্যালয়ে সহকারি শিক্ষীকা মোছাঃ হোসনেআরা খাতুন এর পিতা ও স্বামীর হস্তক্ষেপে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক।
ছাত্র অভিভাবক মোঃ আব্দুর রাজ্জাক বলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষীকা একই গ্রামে বাড়ী ও একাধারে ১৮বছর একই বিদ্যালয়ে থাকায় তার পিতা ও স্বামী নিজেদের র্স্বাথ সিদ্ধীর জন্য সাধারন অভিভাবকদের ম্যানেজিং কমিটিতে অংশগ্রহন করাকে কেন্দ্র করে বিরুধিতা করছেন। তার পিতা স.ম আব্দুর রশীদ ও তার স্বামী মোঃ বদিউজ্জামান তারা বিভিন্ন অভিভাবকের বাড়ীতে যেয়ে মিথ্য, গুজব কথা ছড়াচ্ছেন ও সহকারি শিক্ষীকা অভিভাবকের কাছে তার পিতার জন্য ভোট চাচ্ছেন। সহঃ শিক্ষীকা অভিভাবকের কাছে ভোট চাওয়ার বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহঃ শিক্ষা অফিসার জনাব, মিজানুর রহমান সাহেবের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন শিক্ষক এরকম কাজের সাথে জড়িত থাকলে আমি ব্যবস্থা নেব। গুজবের বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সন্ধারানী বিশ্বাস এর কাছে বিদ্যালয়ের ভবন ও পাচিল ফিরে গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের জানান যে, পুরাতন ভবন নিলামের বিষয়ে দুই বার উপজেলা শিক্ষা অফিসারের বরাবর আবেদন করা হয়েছে কিন্তু কোন কাযক্রম শুরু হয়নী তাহলে নতুন ভবন ফেরত যাবে কিভাবে এবং বিদ্যালয়ের পাচিলের বিষয়ে জানতে চাইলে জানান যে, পাচিল হওয়ার কয়েটি শত লাগে মেইনরোডের পাশের বিদ্যালয় ও বিদ্যালয়ের জমির পরিমান এগুলো থাকলে সেই বিদ্যালয় গুলো পাচিল নির্মাণ হয়। এই তথ্য গুলো মিথ্যাতথ্য এগুলোর বিষয়ে অভিভাবকের বিচলিত না হওয়ার আহবান করেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় প্রার্থীরা ভোটার দের বাড়ী যাওয়ার প্রতিযোগীতা শুরু করেছে। আগামী ১০/০২/২০২৪ তারিখ ভোটের দিন নির্ধারন করা হয়েছে।