দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃত দুই নেতা হলেন উপজেলার চাটসাল সোনারপাড়ার মিনহাজুল ইসলাম বাবু(৪০) ও রঘুনাথপুর গ্রামের ফারুক খন্দকার( ৪৮)।মিনহাজুল ইসলাম ২ নং পালসা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ফারুক খন্দকার এক নং বুলাকিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহার সূত্রে জানা যায় গেল বছর ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালান। তাদের হাতে লাঠি রড ও ধারালো অস্ত্র এবং পেট্রোল বোমা ছিল । এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রোল বোমা ছোরা হয় এ ঘটনায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক শহীদ শেখ ও তার সঙ্গে থাকা মোহাম্মদ রফিক কে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় মিনহাজুল ইসলাম ও ফারুক খন্দকার কে গ্রেফতার করা হয়েছে।তাদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।