1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি ২০২৫ ইং উদ্বোধন রংপুর বিভাগের জামায়াতের প্রার্থী ঘোষনা নেছারাবাদ স্বরূপকাঠিতে কুকুরের সংখ্যা বৃদ্ধি: জনজীবনে উদ্বেগ যশোরের বাঘারপাড়ার মেয়ে ইশরার সাফল্য: টরন্টো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ নওগাঁর নিয়ামতপুরে এনসিপির নেতার জমি দখলের অভিযোগ নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান, শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের ৮ দফা দাবি বরিশালে সেতুর রেলিং ভেঙ্গে খালে যাত্রীবাহী বাস টাঙ্গাইল বাঘিল বাস-সিএনজি’ সং*ঘ*’র্ষে মা-ছেলেসহ নি*’হ*’ত তিন

ভালুকায় সেবার মানোন্নয়নে ইউএনও’র নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে এসিল্যান্ডের অভিযান

আরিফ রববানী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা পৌর (Paurashava) এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার  (০৮জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান পরিচালনা করেন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসাইন। এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভঙ্গ করে সরকারি নির্দেশ অমান্য করে সেবা প্রার্থীদের কাছ থেকে  অর্থ গ্রহণ করায় এবং ঔষধের স্লিপ ব্যতীত সরকারি ঔষধ নিজের কাছে রাখায় একজনকে “কারাদণ্ড” প্রদান করা হয়। এছাড়াও  অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয় এবং সেখানকার উন্নতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এসময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা করার উপর জোর দেওয়াসহ রোগীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।
ইউএনও’র হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান- এই অভিযান মূলত স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক অবস্থার উন্নতির জন্য একটি উদ্যোগ। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাধ্যমে  ভালুকাবাসী যেন জনগণ যেন আরও ভালো স্বাস্থ্যসেবা পায়  সেই লক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরদিকে  এই ধরনের পদক্ষেপ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার প্রতি সরকারের আন্তরিকতা প্রমাণ করে। এটি স্বাস্থ্যখাতে আরও বেশি মনোযোগ দেওয়া এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি ইতিবাচক দিক বলেও মনে করেন উপজেলার সামাজিক বিশ্লেষকরা।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান-
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম-কানুন শৃঙ্খলা তৈরী,সকল প্রকার  দুর্নীতি বা অনিয়ম রোধে এবং রোগীদের বিনামূল্যে সরকারী সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তার এবং কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, রোগীদের সাথে ভালো আচরণ নিশ্চিত করণে ও
পরিষ্কার-পরিচ্ছন্ন একটি আদর্শ স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাবাসীকে উপহার দিতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com